বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক আতাউর রহমান বিরাজনীতিকরণ নাকি রাজনৈতিক সংস্কার-প্রেক্ষাপট বাংলাদেশের ছাত্র রাজনীতি ময়মনসিংহে প্রথমবাবের মতো ভিনদেশী লিলিয়াম ফুলের চাষ ঈশ্বরগঞ্জে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধীদের মানববন্ধন বাকৃবির নতুন সিন্ডিকেট কমিটি সদস্য বিনার মহাপরিচালক বইলর-ধানীখোলা আহলুস সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন নারীর প্রতি সবধরনের নির্যাতন বন্ধ করে শান্তি ও  নিরাপত্তার জন্য সকলে মিলে সর্বত্র কাজ করতে হবে আত্মোন্নতির জন্য পরিশ্রম ও উদ্যমের কোনো বিকল্প নেই গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হলো বিট পুলিশিং সমাবেশ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৪ বার পড়া হয়েছে

ইভটিজিং, মাদক, জুয়া,নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক,

অপমৃত্যু ইত্যাদি ক্ষেত্রে অপরাধ কমিয়ে আনতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে ঈশ্বরগঞ্জ থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।

‘পুলিশ প্রশাসন,বিট পুলিশ ও জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব’ বলে উল্লেখ করেন মাছুম আহাম্মদ ভূঞা। তিনি আরও বলেন, ‘বিট পুলিশে সকল দলের, সকল মতের, সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই পুলিশ ও বিট পুলিশিং কার্যক্রমে সফলতা আসবে। ’

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(গৌরিপুর সার্কেল) সুমন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ, রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল সহ ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিট পুলিশের সদস্য,সাংবাদিক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন