সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল জিয়া মঞ্চ ময়মনসিংহ মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী চাঁদাবাজ দালাল চক্রের ৫ জন গ্রেফতার ন্যায়ের পথে হস্তক্ষেপ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নিবে-সারজিস আলম সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার-অমিত রায় নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল কুড়িগ্রামের উলিপুরে ফাজিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরে অসন্তোষের সৃষ্টি হয়েছে মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করছি-ওয়াহাব আকন্দ আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল- আসিফ আব্দুল্লাহ

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫, দেশের অর্থনৈতিক উন্নয়নের ৯০ ভাগ সফলতা আসে ব্যবসা থেকে। সততার সাথে হালাল ত্রুটিমুক্ত ব্যবসায়ীগণ মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি জান্নাতে বসবাস করবেন এবং অসতগণ যাবে জাহান্নামে। এটা চির সত্য। তাই সততার সঙ্গে ব্যবসা করার লক্ষ্যে শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯ টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হল রুমে (আই.বি.ডব্লিউ.এফ) স্থানীয় প্রায় পাঁচ শতাধিক শিল্প উদ্যোগক্তা ও ব্যবসায়ী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ এর (সাবেক) অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন- ব্যবসায়ীগণ হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাটী। তাই ব্যবসা বানিজ্য যতই সম্প্রসারিত হবে দেশের অর্থনীতির চাকা ততই শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

আই.বি.ডব্লিউ.এফ এর কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি এসএম শফিকুল হককের সঞ্চালনায় এবং জেলা শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোগক্তা মাওলানা আবদুল মতিন ফারুকী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জোনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং মোঃ জিল্লুর রহমান। আরও বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ নিজাম উদ্দিন, নাগেশ্বরী-ভুরুঙ্গামারীর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান মোহাম্মাদিয়া হাসপাতাল রৌমারী কুড়িগ্রাম এর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম শহর শাখার উপদেষ্টা মোঃ আব্দুস সবুর খান এবং পবিত্র কুরআন তেলওয়াত করেন বিশিষ্ট সমাজসেবক ও বক্তা মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী প্রমূখ।

প্রধান আলোচক কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোগক্তা মাওলানা আবদুল মতিন ফারুকী বলেন, হালাল রুজি অন্বেষন করা একটি ফরজের পর আরেকটি ফরজ।

ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো : ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়ীক, সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠা ও সুদৃঢ় করা। ব্যবসায়িক ও আর্থিক সততা রক্ষা করে ব্যবসা পরিচালনায় সবাইকে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বানিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, গোলটেবিল বৈঠক, টকশো ও বানিজ্য মেলার আয়োজন করা এবং ব্যবসায়ীদেরকে আন্তর্জাতিক ফোরামে অংশ গ্রহণের জন্য পাঠানোর ব্যবস্থা করা। প্রতিভাবান ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরী করা এবং প্রয়োজনীয় কৌশলগত সহযোগিতা ও সেবা প্রদান করাসহ সমাজ সেবা, সংস্কার ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করা এবং সহযোগিতা প্রদানের জন্য ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা।

দ্বি-বার্ষিক সম্মেলনে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জহুরুল ইসলামকে সভাপতি, এসএম শফিকুল হক’কে সহসভাপতি এবং আশরাফুল আলমকে সেক্রেটারি করে আগামী ২ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন