বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আম্বালা ফাউন্ডেশনের ২ কর্মীর পরকীয়া,বিচার চেয়ে স্বামীর অভিযোগ কুড়িগ্রামে নাশকতার অভিযোগে আটক আলিম আল রেজা কারাগারে একটি আর্দশ ও উন্নত রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন – মাওলানা বদরুজ্জামান মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে জামায়াত – মাওলানা বদরুজ্জামান গৌরীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গৌরীপুরে প্রার্থী পরিবর্তনের দাবি শতাধিক জনপ্রতিনিধির শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই আমার লক্ষ্য – মাওলানা বদরুজ্জামান প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তির তাৎপর্য নিয়ে সমাজ সেবার সেমিনার অনুষ্ঠিত আমরা নির্বাচিত হলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নগর গঠন করবো-মাওলানা এমরুল

কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে

কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স ভেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি ( ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি ( বিএমটি) এবং আলীম পরীক্ষায় কটিয়াদী উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা । বিশেষ অতিথি ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কাশেম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উসমান গনি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার ও সারোয়ার আলম।
মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়েছে।
ছবি: কটিয়াদীতে কৃতি শিক্ষার্থী অতিথিগণের নিকট থেকে সনদ , ক্রেস্ট ও ফুল নিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন