গৌরীপুরে প্রার্থী পরিবর্তনের দাবি শতাধিক জনপ্রতিনিধির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি। দলীয় নেতাদের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বর্তমান প্রার্থী পরিবর্তন করে সদ্য সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে ধানের শীষ প্রতীক দেওয়ার জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ও বর্তমান শতাধিক জনপ্রতিনিধি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে গৌরীপুর উপজেলায় এই সংবাদ সম্মেলন করেন উপজেলার দশটি ইউনিয়নের বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান,গৌরীপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের ওপর থেকে আরোপিত সকল বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে। তাদের দাবি ময়মনসিংহ-৩ আসনে নিশ্চিত বিজয়ের জন্য বর্তমান মনোনয়ন পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে হবে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া। তিনি নিশ্চিত করেন, গৌরীপুর উপজেলার দশটি ইউনিয়নের সকল বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিদের স্বাক্ষরিত একটি আবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় শতাধিক বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে, যদি আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়, তবে তাঁরা সকলে একযোগে কাজ করে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করবেন এবং এই আসনটি দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দেবেন।
এসময় উপস্থিত থেকে এই দাবিতে সমর্থন জানান ময়লাকান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৯ নং শিধলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুদ্দীন, ৮ নং ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মন্ডল, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ও জিয়াউর রহমান জিয়া প্রমূখ।