কেউ দিয়েছেন ইট, কেউ দিয়েছেন বালু। কেউ দিয়েছেন নগদ কেউ দিয়েছেন স্বেচ্ছাশ্রম। এভাবেই রাজনৈতকি দলের নেতা-কর্মী সহ সবাই মিলে দল বেঁেধ স্বেচ্ছাশ্রমে কাজ করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রবেশ দ্বারের প্রধান সড়কটির দেড় কিলোমিটার বেহাল অংশ সংস্কার করেছেন।
জানা গেছে, উপজেলার গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কটি গৌরীপুর উপজেলার প্রধান প্রবেশ দ্বার। প্রতিদিন এই সড়ক হয়ে যাত্রীবাহী, মালবাহী গাড়ি সহ শত শত যানবাহন চলাচল করে। কিন্ত সড়কটি গৌরীপুর পৌর শহরের বাসন্ট্যান্ড থেকে তাঁতকুড়া বাজার পর্যন্ত দেড় কিলোমিটার অংশ বেহাল থাকায় দুর্ভোড়ে পড়তো উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ। শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করা গেলেও বর্ষাকালে জলকাদায় একাকার হয়ে যায় সড়কটি। এতে করে দুর্ভোগে পড়তে উপজেলার শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী সহ নানা শ্রেণি পেশার মানুষ। বিশেষ করে গ্রামের কোন রোগী অসুস্থ হলে এই সড়ক হয়ে নিতে গিয়ে রোগীর অবস্থা আরো মুমূর্ষ হয়ে যেতো। প্রায়ই বেহাল সড়কে যাত্রীবাহী ও মালবাহী গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটতো। তাই আসন্ন বর্ষাকালকে মাথায় বেহাল ভাঙচোরা সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করার উদ্যোগ নেন গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার সকালে বিএনপির প্রায় শতাধিক নেতা-কর্মী গৌরীপুর কলতাপাড়া সড়কের এসে ইট-বালু ফেলে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করার উদ্যোগ নেন। পরে তাদের দেখে সড়ক সংস্কার কাজে এসে যোগ দান করেন গ্রামের বাসিন্দারাও। সকলের সম্মিলিত চেষ্টায় সন্ধ্যার আগেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়। সড়কটি সংষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মুখে হাসি ফুটে উঠে।
গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ বলেন, গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কটি উপজেলায় প্রবেশ দ্বারের প্রধান সড়কটি বেহাল থাকার উপজেলাবাসী দুর্ভোগ পোহাচ্ছিল। আমরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কারের উদ্যোগ নেয়ার পর কেউ অর্থ দিয়ে, কেউ ইট-বালু দিয়ে, কেউ স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসে সবাই মিলে সড়কটি চলাচল উপযোগী করেছেন। প্রশাসনের কাছে দাবি দ্রুত যেন সড়কটি পাকাকরণ হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, আমাদের নেতা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় বর্ষাকালকে সামনে রেখে গৌরীপর থেকে তাঁতকুড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী সবাই মিলে একসাতে কাজ করে সংস্কার করেছি। সড়কটি সংস্কার হওয়ায় সবার মুখে হাসি ফুটেছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর কলতাপাড়া সড়কের বেহাল অংশ সড়ক সংষ্কার কাজ টেন্ডার হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে সড়কের সংস্কার কাজ শুরু হবে।