দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি ৫৬ হাজার ৮০১ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট।
(০৭ জানুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি এ ফলাফল ঘোষণা করেন।
তিনি আরও জানান, এই দুই প্রার্থী ছাড়াও স্বতন্ত্র আরও দুইজন এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ছিলেন একজন। তাঁদের মধ্যে স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে কানিজ ফাতেমা পেয়েছেন ১৮৯ ভোট, বদরুল আলম প্রদীপ কেটলি প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট এবং
এনপিপির মো. আব্দুল্লাহ আল মামুন আম প্রতীকে পেয়েছেন ৩৩৪ ভোট।