ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলার মাওহা ইউনিয়য়নের ভূটিয়ারকোনা বাজারে সোমবার (২৪ নভেম্বর) বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক, আমিনুল ইসলাম শাহীন, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, সাবেক ইউপি সদস্য নূরুল হক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আজাদ, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বায়েজিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে।