ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভ অনুষ্ঠিত।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আল মামুন সরকার।
প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এফএসএল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাবা নুসরাত জাহান মাফিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পটি ধোবাউড়া উপজেলার গামারীতলা ও সদর ইউনিয়নের ৬০০ পরিবারের জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি জলবায়ু সহনশীল কৃষি, নিরাপদ পানির উৎস, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, বিকল্প জীবিকায়ন এবং টেকসই উন্নয়নের দিকগুলোতে বিশেষ গুরুত্ব দেবে।
উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল বলেন,
“খাদ্য নিরাপত্তা শুধু খাবার পাওয়া নয়, এটি একটি সম্মানজনক ও টেকসই জীবনযাত্রার অংশ। এই প্রকল্পের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি পরিবার জলবায়ু সহনশীল হয়ে নিজের উন্নয়নের পথ নিজেই তৈরি করতে পারবে।”
এ সময় ওয়ার্ল্ড রিনিউ সাথী’র প্রকল্প ব্যবস্থাপক প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি, এবং এফএসএল প্রকল্প সেই দিকেই কাজ করবে।