জাতিসংঘের ১৩২৫ রেজুলেশন অনুযায়ী নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে ত্রিশাল উপজেলা ষ্টিয়ারিং কমিটির তৃতীয় সভা বুধবার ত্রিশাল উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, নারীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সবার আগে প্রয়োজন সকল ধরনের সহিংসতা থেকে নারীকে মুক্ত করা। শুধু কথায় নয়, কথা ও কাজে মিল রেখে বাস্তবে প্রমাণ করতে হবে আমরা নারীর উপর কোন সহিংসতা চাইনা। তার জন্য সবাই মিলে সর্বত্র কাজ করতে হবে।
গ্লোবাল নেটওয়ার্ক অফ ওমেন পিস বিল্ডার্স এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়িত টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত ষ্টিয়ারিং কমিটি নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য এডভোকেসী কার্যক্রম বাস্তবায়নসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বস্তবায়ন করছে। পাশাপাশি জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ করে নারীর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং জাতীয় কর্ম পরিকল্পনার মূল এ্যাজেন্ডা যথাক্রমে অংশগ্রহণ, গ্রতিরোধ, সুরক্ষা ও পূর্নবাসন এর জন্য কাজ করে যাচ্ছে।
স্টিয়ারিং কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে ও কমিটির সমন্বয়কারী বিএনপিএস কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ষ্টিয়ারিং কমিটির সকল কাজে সার্বিক সহযোগিতা সহ নারীর অংশগ্রহণ বৃদ্ধিকল্পে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী সিদ্দিক, প্রধান শিক্ষক আসমা আক্তার ও অবিনাশ চন্দ্র দাম, তৃনমুল নারী নেত্রী মাহমুদা খাতুন, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উইমেন পিস ক্যাফ এর সভাপতি তানজুম মোস্তফা অর্না ও বিএনপিএস এর উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। সভায় পরিকল্পনা পর্যালোচনা করে অর্জন সমূহ চিহ্নিত করে নতুন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।
স্টিয়ারিং কমিটির সভা শেষে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মযজ্ঞ এর অংশ হিসেবে কমিটির সদস্যরা ত্রিশাল উপজেলা চত্বর সহ ত্রিশাল বাজার ও থানায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা কার্যক্রম বাস্তবায়ন করে।