ফ্যাসিবাদবিরোধী বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও জেলা সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় সভা এবং ২০২৬ সালের নববর্ষ উপলক্ষে প্রকাশনা উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।
কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ইস্টি কুটুম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, ছাত্রসমাজের বর্তমান চ্যালেঞ্জ এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাঈফ মোহাম্মদ শাহ আলম ও জেলা সেক্রেটারি মাহদী হাসান, কুড়িগ্রাম জেলা ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান ও মুখ্য সংগঠক নুরামিন , কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি লোকমান ও সেক্রেটারি আল ইমরান, কুড়িগ্রাম জেলা ছাত্র মজলিসের সভাপতি ইমাম হাসান ও জেলা সেক্রেটারি সাকিল, কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার জেলা সেক্রেটারিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।