ভোট কেন্দ্রে না যেতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ সড়কে এই বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে জনগণকে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়া , জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল পরিশোধ না করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার ,যুব দলনেতা
যুব দলনেতা আবি সাঈদ সৈকত,রিপন আকন্দ,রবি জাহাঙ্গীর,শহর আলী, লিটন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন-অর রশিদ,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সারোয়ার ভূঁইয়া পলাশ, তানিম আহমেদ সুইম এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।