ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রশিবিরের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহ শহরের অন্যতম প্রতিষ্ঠান ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের উদ্যোগে গতকাল পালিত হলো বৃক্ষরোপণ অভিযান। ছাত্র জনতার “জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪” এ শহীদ এবং আহতদের স্মরণে এ বৃক্ষরোপণের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট । এসময় প্রতিষ্ঠান ও বিভিন্ন হলগুলোর আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় এবং আরাফাত হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর শাখার সাহিত্য সম্পাদক আজমীর আহমেদ জীবন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রকাশনা সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন। চরপাড়া থানা সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
”এ জুলাই শুধু আমাদের একটি মাসের নাম নয় এটি একটি আন্দোলন, এ মাস আমাদের অস্তিত্ব। জুলাই যেমন আমাদের অস্তিত্ব বৃক্ষরোপণও আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত।”
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, “এ জুলাই কখনো আমাদের হারিয়ে যেতে দেয়া যাবে না। জুলাই বারবার আমাদের মাঝে ফিরে আসবে হয়তো কোন আন্দোলন অথবা কোন সবুজ বাগান হিসেবে। এই বৃক্ষরোপণ আমাদেরকে জুলাই শহীদদের কথা জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেবে সব সময়।”
পরিশেষে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ, বিতরণ এবং জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া পাঠের মাধ্যমে এক উৎসবমূখর পরিবেশে প্রোগ্রামের সমাপ্তি হয়।