ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান
শুক্রবার দুপুরে ময়মনসিংহ-৪ সদর আসনের ১০ দলীয় জোটের জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
ময়মনসিংহ মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার ১০ নং দাপুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)এর আহ্বায়কসহ ২০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
আব্দুল বারী আরও বলেন, নতুন যোগদানকৃত সদস্যরা তাদেরক জানিয়েছেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করে যাবেন।পরে নতুন সদস্যের ফুল দিয়ে বরণ করেন জামায়াতের নেতৃবৃন্দ।