ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন,নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, দেশের গণতন্ত্রকামী জনগণ তা প্রতিহত করবে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রতীক নির্বাচিত করে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তাঁর নেতৃত্বেই ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে, সবার বাংলাদেশ।
তিনি আরও বলেন, আগামীতে একটি স্বচ্ছ ভোট হবে এবং জনগণ দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে, তা বেছে নিবে।অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, জনগণ যাদের ওপর আস্থা রাখে না, তারা বলেন- ‘এটা হতে দেব না, ওটা হতে দেব না।’ তিনি তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স,বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, প্রমুখ।
আলোচনা সভা শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।