বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলোচিত ব্যক্তিরাই সমালোচিত হয়: জনপ্রিয়তার বিষম বসন্ত -কৃষিবিদ মোঃ আতিকুর রহমান ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালুর দাবীতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থানায় অপচিকিৎসার অভিযোগ করায় প্রেসক্লাবে ফেলে সাংবাদিককে পেটালেন সন্ত্রাসীরা ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে হাসেম মেম্বারের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবেঃ বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিক

গিনিকে উড়িয়ে দিল ব্রাজিল, বিশ্বকাপের পর প্রথম জয়

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৯৫ বার পড়া হয়েছে
গিনিকে উড়িয়ে দিল ব্রাজিল, বিশ্বকাপের পর প্রথম জয় - ছবি : সংগৃহীত

দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিলেও ব্রাজিলকে শেষ পর্যন্ত আটকাতে পারলো না গিনি। আফ্রিকার দলটির বিপক্ষে প্রত্যাশিত বড় জয় পেয়েছে পাঁচ বারের শিরোপাজয়ীরা। ব্রাজিলের জয় ৪-১ গোলে। বিশ্বকাপের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সেলেসাওরা।

ম্যাচটি কোনো টুর্নামেন্টের অংশ না হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের জন্যে। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিউসের সমর্থনে এই ম্যাচটা খেলেছিল ব্রাজিল। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে শনিবার রাতে প্রীতি ম্যাচে সেলেসাওরা মুখোমুখি হয় গিনির।

প্রথমবারের মতো ব্রাজিলের মুখোমুখি হয়েও ঘাবড়ে যায়নি গিনি। শুরুতে বেশ টেক্কাই দিচ্ছিল তারা। লড়ছিল সমানে-সমানে। তবে ব্রাজিল যে চেষ্টা করছিল না, তা নয়। সপ্তম মিনিটে পাকেতার শট ফেরান গিনি গোলরক্ষক। তিন মিনিট পর রদ্রিগোর শট নেয়া বল গোলপোস্টের জাল কাঁপায়।

ব্যবধান ২-০ করতে মোটে ২ মিনিট সময় নেয় ব্রাজিল। গিনির রক্ষণভাগের ভুলে বল পেয়ে যায় রদ্রিগো। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

তবে ব্যাবধান কমিয়ে আনতে সময় নেয়নি গিনিও। ৩৬তম মিনিটেই তারা পেয়ে যায় ম্যাচে তাদের একমাত্র গোলের দেখা। দারুণ হেডে ব্রাজিলিয়ান রক্ষণ ভাঙেন গিনি ফরোয়ার্ড গিরাসি। ২-১ ব্যবধানেই বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য একক আধিপত্য বিস্তার করে ব্রাজিল। গিনি কোনো প্রতিরোধ গড়তে পারেনি পাঁচ বারের বিশ্বকাপজয়ী দলটার বিপক্ষে। ৪৭তম মিনিটেই ব্যাবধান ৩-১ করে ব্রাজিল। পাকেতার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন মিলিতাও।

এরপর গোলের হালি পূরণ করার আরো একাধিক সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। অবশেষে ৮৮তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন ভিনিসিউস। গিনির বক্সে মালকম ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি। যেখান থেকে ব্রাজিল পেয়ে যায় চতুর্থ গোলের দেখা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন