বাবা মানে বটবৃক্ষ, বাবা মানে ছোট্ট বেলার খেলার সাথী। চার বছর বয়সী ছোট্ট শিশু মারুফার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। বাবা ছিলেন তার খেলার সাথী। বাবা তাকে আদর করে ভাত খাইয়ে দিতেন। গত মঙ্গলবার মারুফাদের বাড়ি গিয়ে দেখা গেছে, মারুফা ঘরের বারান্দায় বসে নিজ হাতে ভাত খাচ্ছে। তোমার বাবা কোথায় জানতে চাইলে কাঁদো কাঁদো গলায় মারুফা জানায়, আমার আব্বা হারিয়ে গেছে। আমার আব্বাকে এনে দেন! আমি আব্বার হাতে ভাত খাইয়াম(খাব)।’
পরিবার সূত্রে জানা গেছে, মারুফার বাবা বাক প্রতিবন্ধী মো. হযরত আলী(৫৫)। গত ৭ জুলাই শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। নিখোঁজের পর থেকে তার একমাত্র মেয়ে মারুফা বাবার জন্য কান্না করে দিন পার করছে। বাবা অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে সে।
এদিকে নিখোঁজের ৫৫ দিন পেরিয়ে গেলেও বাক প্রতিবন্ধী হযরত আলীর এখনও সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে হযরত আলীকে না পাওয়ার পর নিখোঁজের ছয় দিনের মাথায় গত ১৩ জুলাই তাঁর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
হযরত আলীর স্ত্রী নাজমা খাতুন(৩৬) বলেন, আমার স্বামী কথা বলতে পারেন না। তবে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলেন। প্রায় দুইমাস আগে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আমি আমার স্বামীকে ফেরত চাই।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এরই মধ্যে আমরা সব থানায় ম্যাসেজ পাঠিয়েছি। যদি কেউ মো. হযরত আলীর সন্ধান পায় তাহলে ঈশ্বরগঞ্জ থানার নম্বর ০১৩২০১০৩৩৯৯ বা তার স্ত্রী নাজমা খাতুন ০১৯৯৯৪ ২৭২৮৬২ মোবাইল নম্বর এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।