শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আয়নাঘর’ থেকে বেঁচে ফেরা মাজেদ পেলেন বিএনপির মনোনয়ন, উচ্ছ্বসিত কর্মীরা ২০০৬ সালে লগি-বৈঠার তাণ্ডবে রক্তাক্ত ২৮ অক্টোবর কুড়িগ্রামসহ সকল উপজেলায় যথাযথ সম্মানজনকভাবে পালন করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠিত হয়েছে বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল জিয়া মঞ্চ ময়মনসিংহ মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী চাঁদাবাজ দালাল চক্রের ৫ জন গ্রেফতার ন্যায়ের পথে হস্তক্ষেপ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নিবে-সারজিস আলম সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার-অমিত রায় নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল

বাবার হাতে ভাত খেতে চায় মারুফা,নিখোঁজের ৫৫ দিনেও সন্ধান মেলেনি বাবার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮২৬ বার পড়া হয়েছে

বাবা মানে বটবৃক্ষ, বাবা মানে ছোট্ট বেলার খেলার সাথী। চার বছর বয়সী ছোট্ট শিশু মারুফার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। বাবা ছিলেন তার খেলার সাথী। বাবা তাকে আদর করে ভাত খাইয়ে দিতেন। গত মঙ্গলবার মারুফাদের বাড়ি গিয়ে দেখা গেছে, মারুফা ঘরের বারান্দায় বসে নিজ হাতে ভাত খাচ্ছে। তোমার বাবা কোথায় জানতে চাইলে কাঁদো কাঁদো গলায় মারুফা জানায়, আমার আব্বা হারিয়ে গেছে। আমার আব্বাকে এনে দেন! আমি আব্বার হাতে ভাত খাইয়াম(খাব)।’

পরিবার সূত্রে জানা গেছে, মারুফার বাবা বাক প্রতিবন্ধী মো. হযরত আলী(৫৫)। গত ৭ জুলাই শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। নিখোঁজের পর থেকে তার একমাত্র মেয়ে মারুফা বাবার জন্য কান্না করে দিন পার করছে। বাবা অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে সে।

এদিকে নিখোঁজের ৫৫ দিন পেরিয়ে গেলেও বাক প্রতিবন্ধী হযরত আলীর এখনও সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে হযরত আলীকে না পাওয়ার পর নিখোঁজের ছয় দিনের মাথায় গত ১৩ জুলাই তাঁর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।

হযরত আলীর স্ত্রী নাজমা খাতুন(৩৬) বলেন, আমার স্বামী কথা বলতে পারেন না। তবে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলেন। প্রায় দুইমাস আগে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আমি আমার স্বামীকে ফেরত চাই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এরই মধ্যে আমরা সব থানায় ম্যাসেজ পাঠিয়েছি। যদি কেউ মো. হযরত আলীর সন্ধান পায় তাহলে ঈশ্বরগঞ্জ থানার নম্বর ০১৩২০১০৩৩৯৯ বা তার স্ত্রী নাজমা খাতুন ০১৯৯৯৪ ২৭২৮৬২ মোবাইল নম্বর এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন