ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামবাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রামবাসীর উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিবাহিতদের কাছে হেরেছে অবিবাহিতরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়াবাঁশাটি গ্রামের গলাকান্দা সড়কের পাশে পরিত্যক্ত জমিতে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় পাড়াবাঁশাটি গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে খেলায় দেখতে আশপাশের শতশত মানুষ জড়ো হয়। দুপুরের পর থেকে কানায় কানায় ভরে যায় মাঠ। মাঠ ভরে যাওয়ায় অনেক দর্শক সড়কে অবস্থান করে সন্ধ্যা পর্যন্ত খেলা উপভোগ করেন।
ঐতিহ্যবাহী এ খেলার আয়োজক ছিলেন ওই গ্রামের
পাড়াবাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন, এবাদুল, এডভোকেট আনসারুল্লাহ আরিফ প্রমুখ।
খেলা দেখতে আসা রফিকুল ইসলাম, নয়ন মিয়া, হুসেন মিয়া ও এখলাছ উদ্দিনসহ কয়েকজন বলেন, সচারচর অন্যান্য খেলার দেখা মিললেও দিন দিন হারিয়ে যেতে বসেছে জাতীয় খেলা হাডুডু। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী এই খেলা ফিরিয়ে আনা হয়েছে। আজকে এই খেলায় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে অনেক প্রতিযোগিতা হয়। বেশ শান্তি শৃঙ্খলাভাবে খেলা হয়েছে। আমরা উপভোগ করেছি, খুব ভালো লেগেছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন কারী রমজান আলী বলেন, খেলায় অবিবাহিতরা ৩২ পয়েন্ট সংগ্রহ করে। অপরদিকে বিবাহিতরা ৪৮ পয়েন্ট সংগ্রহ করে বিবাদহিতেদর হারিয়েছে।
খেলাট আয়োজক সদস্য এডভোকেট আনসারুল্লাহ আরিফ বলেন, ‘ আর কিছুদিন পরে নতুন প্রজন্মরা হাডুডু খেলা কি সেটাই জানবে না। তাইল জাতীয় এই খেলাটিকে টিকিয়ে রাখতে আমরা এ খেলার আয়োজন করেছি। খেলায় বিবাহিতরা জয় লাভ করে। খেলা শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে জয়ীদের হাতে কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।’