ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। (০৩) ফেব্রুয়ারি শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ উপলক্ষে এ আয়োজন করা হয়।
এতে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং সভাপতি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান একেএম ফরিদউল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর, বীর মুক্তিযোদ্ধা হাবি্ুর রহমান আকন্দ হলুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন,ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির আজীবন দাতা সদস্য মো. আব্দুল জব্বার ভূঁইয়া প্রমুখ।