সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মন‌সিং‌হে সাংবাদিকদের নিয়ে আশা’র মতবিনিময় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শিবিরের মতবিনিময় ও প্রকাশনা বিতরণ আম্বালা ফাউন্ডেশনের ২ কর্মীর পরকীয়া,বিচার চেয়ে স্বামীর অভিযোগ কুড়িগ্রামে নাশকতার অভিযোগে আটক আলিম আল রেজা কারাগারে একটি আর্দশ ও উন্নত রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন – মাওলানা বদরুজ্জামান মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে জামায়াত – মাওলানা বদরুজ্জামান গৌরীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গৌরীপুরে প্রার্থী পরিবর্তনের দাবি শতাধিক জনপ্রতিনিধির শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই আমার লক্ষ্য – মাওলানা বদরুজ্জামান

ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদক কারাগারে

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২৯ বার পড়া হয়েছে
মো. শাজাহান সরকার ও মো. মোশারফ হোসেন (ডানে) ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর (১৭) হত্যা মামলায় গ্রেফতার দুই যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গ্রেফতার যুবলীগ নেতারা হলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. শাজাহান সরকার এবং সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন বাচ্চু।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারের পর ওই দুই যুবলীগ নেতাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ। পরে বিচারক আগামী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই দিন সকালে সদর উপজেলার ধানিখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর একটি দল আসামিদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানায় হস্থান্তর করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আলী জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে সোর্পদ করে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, বিগত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। সে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান আসাদের ছেলে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন