বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার কর্মী সম্মেলন শুক্রবার (২০) সেপ্টেম্বর) নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজন করা হয়।
ময়মনসিংহ মহানগর দপ্তর সম্পাদক মাজহারুল ইসলামের ব্যবস্থাপনায় ও সেক্রেটারি ফাউজান আব্দুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য শরিফুল ইসলাম খালিদ।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শিবির কর্মীদেরকে আগামী দিনে সামাজিক বাংলাদেশ গড়তে কাজ করে যেতে হবে। সেজন্য প্রত্যেক শিবির কর্মীকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। আর এজন্য শিবিরের প্রত্যেকজন কর্মীকে নৈতিকতা সম্পূর্ণ গুণে গুণান্বিত হতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিবির কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সাথে প্রত্যেকজন শিবির কর্মীকে আদর্শ মানুষ হওয়ার পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইসলামিক স্কলার হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য শিবির কর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ শিবির কর্মীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।