ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগনের ব্যানারে অংশ নেয় শিক্ষার্থীরা।
জানা যায়, চলতি বছরের ৩ জুন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ঈশ্বরগঞ্জ উপজেলায় যোগদান করেন। এরপর থেকে নিজের দাপ্তরিক কাজ ছাড়াও সাধারন মানুষের সাথে সৌজন্যমূলক আচরণসহ সকল কর্মকান্ডেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন তিনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নিয়মিত খুঁজ খবর করা ছিলো চোখে পড়ার মতো। এ অবস্থায় তাঁর হঠাৎ বদলির খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়াও সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা হঠাৎ বদলির আদেশ ফেরানোর দাবি জানান।
ছাত্র সমন্বয়ক মো. হাসানুর রহমান সজিব, শাকিব, সাইমন রহমান, মিলন ও শিহাবসহ আরো অনেকেই মানববন্ধনে অংশগ্রহণ করে বলেন, আমরা শিক্ষার্থীদের এমন দাবিকে সমর্থন করে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের বদলীর আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষাণা করা হবে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৪ তারিখ হঠাৎ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঈম্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তালে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলায় বদলি করা হয়।