গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত
গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতৃবৃন্দ ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এমন হামলার তীব্র প্রতিবাদ জানান। জাতিসংঘের প্রতি এমন বর্বর হামলার বিচারের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলমোড়ে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, মহানগর ছাত্রশিবির সভাপতি শরীফুল ইসলাম খালিদ প্রমুখ।