কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাদের উপর রড বাঁধার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর মিয়া (৪২) নামে এক রাজমিস্ত্রী প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কটিয়াদী পৌর সভার কামারকোনা মহল্লার মাছুম মিয়ার বাড়িতে। জাহাঙ্গীর মিয়া কটিয়াদী পৌরসভার কমরভোগ মহল্লার মৃত নূরুল ইসলামের পুত্র।
কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন জানান, মো. জাহাঙ্গীর মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। রোববার তিনি পৌরসভার কামারকোনা মহল্লার মাছুমের বাড়িতে ছাদের উপর রড বান্ডিং এর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাতে থাকা একটি বড ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে লেগে যায়। এ সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।