শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী চাঁদাবাজ দালাল চক্রের ৫ জন গ্রেফতার ন্যায়ের পথে হস্তক্ষেপ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নিবে-সারজিস আলম সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার-অমিত রায় নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল কুড়িগ্রামের উলিপুরে ফাজিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরে অসন্তোষের সৃষ্টি হয়েছে মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করছি-ওয়াহাব আকন্দ আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল- আসিফ আব্দুল্লাহ ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে – মাও. আব্দুল হালিম

কটিয়াদী পৌর ছাত্রদলের সদস্য সচিবের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

কটিয়াদী পৌর ছাত্রদলের সদস্য সচিবের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুল হক নাসিম (২৭) সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে পাশ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মুন্সী পাড়া নামক স্থানে। আহত নুরুল হক নাসিম কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দী মহল্লার জয়নাল আবেদীনের পুত্র ও কটিয়াদী পৌর ছাত্রদলের সদস্য সচিব।
আহত নুরুল হক নাসিম জানান, আমার নানার বাড়ি মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মুন্সী পাড়া গ্রামে। রোববার বিকেলে আমি নানা বাড়ির পাশে রাস্তায় মোটরসাইকেলে বসা অবস্থায় ছিলাম। এমন সময় একই গ্রামের শাহীন নামে এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেল চালিয়ে আসা অবস্থায় দূর থেকে দেখে আমার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় শাহীনের সাথে থাকা একটি ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করে। এ ঘটনা দেখে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায় । সংবাদ পেয়ে আমার মামারা এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । এখন আমি চিকিৎসাধীন অবস্থায় আছি।
মুন্সী পাড়া গ্রামকে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য ভাই বন্ধু নামে একটি ক্লাব গঠন করা হয় । ওই গ্রামের সম্রাট নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে সংগঠনের সদস্যরা এলাকা থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার দুই মাস পর শুক্রবার বিকালে মুন্সী পাড়ায় এক হাডুডু খেলার আয়োজন করা হলে খেলায় মাদক ব্যবসায়ী সম্রাটকে সংগঠনের সদস্যরা দেখতে পায়। তখন তাঁকে খেলা থেকে ধরে এনে কিলঘুষি দেয় । এ সময় আমি ঘটনার পাশে উপস্থিত ছিলাম। বিষয়টি মাদক ব্যবসায়ী সম্রাটের অপর সহযোগী শাহীন দেখতে পায়। এ ঘটনার দুই দিন পর আমাকে পেয়ে হামলা চালায়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার জানান, হাডুডু খেলাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠন সমর্থিত দুই গ্রুপের মধ্যে শুক্রবার মারামারি হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে কটিয়াদী পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুল হক নাসিমের উপর রবিবার বিকেলে হামলা হয়েছে। এ বিষয়ে মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আহত নুরুল হক নাসিমের পক্ষে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত পূর্বক সমাধানের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন