যারা আগামীর বাংলাদেশ,যাদের ঘিরে রচিত হবে ইতিহাস,যাদের চোখে আছে আকাশ ছোয়ার স্বপ্ন সেসব মেধাবীদের সম্মান জানাতে ময়মনসিংহে আয়োজন হলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে নগরীর টাউনহলের এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখা।
ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিবের সভাপতি শরীফুল ইসলাম খালদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. ফাউযান আব্দুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম।
ছাত্র শিবিরের এই অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে সম্মাননা পুরস্কার পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা।
শিক্ষাথীরা বলেন,আমরা আজ খুবই আনন্দিত সম্মাননা পুরস্কার পেয়ে।আমরা আজকে অনেক অনুপ্রেরণামূলক বক্তব্য শুনেছি যা আমাদের জন্য খুবই উৎসাহ দিবে আগামীর জন্য।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অঙ্গীকার শুধু ভালো ফল নয়, সততা আর জ্ঞান দিয়ে গড়ে তুলবো এক সমৃদ্ধ বাংলাদেশ।
এসময় শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, সমাজ ও রাষ্ট্রে উন্নয়নের জন্য সঠিকভাবে মূল্যায়ন করতে হবে মেধাবীদের। তাদের ভিতরে জাগ্রত করতে হবে মমত্ববোধ ও দেশের প্রতি আনুগত্য।তাহলেই আমাদের দেশ সমৃদ্ধির শিখরে পৌছাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল,ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষকামরুল হাসার মিলন,মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী আল মামুন রাসেল প্রমূখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীর হাতে ফুল-ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।