মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে ফাজিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরে অসন্তোষের সৃষ্টি হয়েছে মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করছি-ওয়াহাব আকন্দ আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল- আসিফ আব্দুল্লাহ ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে – মাও. আব্দুল হালিম উদ্যোক্তা উন্নয়নে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি নজরুল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে প্রভাব খাটানো ও হয়রানির অভিযোগ চায়নার সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর একটাই লক্ষ্য- হতে হবে দক্ষ উৎসব মুখর পরিবেশের সম্পন্ন হল ময়মনসিংহের বিতর্ক উৎসব

উদ্যোক্তা উন্নয়নে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

উদ্যোক্তা উন্নয়নে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি

 

শিল্পে প্রতিযোগিতা সক্ষমতা ও উদ্ভাবন কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির’ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ময়মনসিংহ) মো. কাউছার মতিন। বিশেষ অতিথি ছিলেন এসআইসিআইপি প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম।

বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংক কর্তৃক বাস্তবায়িত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা। এশীয় উন্নয়ন ব্যাংক অর্থায়িত এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগ ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

জানা যায়, ময়মনসিংহের জন্য মনোনীত ২৫ জন উদ্যোক্তাকে নিয়ে এই মাসব্যাপী, ১০০ ঘণ্টার কাঠামোবদ্ধ প্রশিক্ষণ পরিচালিত হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবহারিক ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনার দক্ষতা এবং আর্থিক সংস্থান প্রাপ্তির সুযোগ লাভ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. কাউছার মতিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প। নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য।

বিশেষ অতিথি মো. নজরুল ইসলাম প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এই কর্মসূচি বাংলাদেশের শিল্পখাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এনসিসি ব্যাংককে এই সফল উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম জানান, এনসিসি ব্যাংক সব সময় এসএমই খাতের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও নতুন উদ্যোক্তা তৈরিতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন