ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে অংশিজনদের সাথে মতবিনিময় সভা করেছে সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা।
রবিবার দুপুরে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ এই সভার আয়োজন করে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক মো. নাসির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহসিনা খাতুন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাছিমা আক্তার, গভ: ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক উল্লাহ, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মনজুরুল হক বক্তব্য রাখেন। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ৫ দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।