সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার-অমিত রায়
নাগরিক প্লাটফর্ম এর অন্যতম সদস্য ও সাংবাদিক নেতা অমিত রায় বলেন, যুব সমাজ আজ পরিবর্তনের অগ্রদূত। কিন্তু আমরা প্রায়ই দেখি, নির্বাচনী ইশতেহারে তরুণদের বাস্তব চাহিদা ও মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় না। । অংশগ্রহণমূলক ইশতেহার মানে হলো সবার মতামত, সবার আশা এবং সবার দায়িত্বের সমন্বয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ শহরের টাউনহল মোড়স্থ শহীদ মিনার প্রাঙ্গণে অংশগ্রহণমূলক নির্বাচনী ইশতেহারের দাবিতে নাগরিক প্লাটফর্মের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম মূলত স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আস্থা প্রকল্পের মাধ্যমে গঠিত নাগরিক সংগঠন।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী, যুব সংগঠক, নারী প্রতিনিধি, সমাজকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা একত্রিত হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরেন। মানববন্ধন ঘিরে টাউনহল মোড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস বলেন, আমি চিন্তা করি রাজনৈতিক দর্শন ভিন্ন হলেও তা হওয়া উচিত মানুষের কল্যানে। আর মানুষের জন্য রাজনীতি করলে তা কখনো সাম্প্রদায়িক চিন্তায় হতে পারেনা।
অন্যান্য বক্তারাও বলেন, তরুণ প্রজন্ম, নারী, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত অন্তর্ভুক্ত করা হলে নির্বাচনী ইশতেহার আরও বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হবে। তারা মনে করেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলে রাজনীতির প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাবনাও বাড়বে।
মানববন্ধন শেষে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক ও দায়বদ্ধ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে জনগণের সঙ্গে সংলাপ আয়োজন, খোলা পরামর্শ সভা এবং স্থানীয় পর্যায়ের মতামত গ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মানববন্ধন গণতান্ত্রিক চর্চা ও নাগরিক উদ্যোগের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেশের অন্যান্য অঞ্চলেও অনুপ্রেরণা জোগাবে।