জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,যেহেতু আইনগত কোন বাধা নেই সেহেতু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিবে।শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহন গ্রহন করবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটরিয়মে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে ওই নির্বাচন কমিশন এই বাংলাদেশে কখনই স্বাধীন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারেনা। কিন্তু মন চাইলো দেবোনা এই আচরণ আমরা কোনভাবে এনসিপির পক্ষ থেকে মেনে নেবো না।যেহেতু আইনগত কোন বাধা নেই নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দিবে এবং সেই শাপল প্রতীক নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহন করবে।
এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি আসনে প্রার্থীতা দেয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি আমাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি আমরা সেই লক্ষেই কাজ করছি।বিগত সময়ের যে কালচার টাকার বিনিময়ে নমিনেশন আমরা সেই করাপ্টেট কালচারে যেতে চাইনা। তাই আমরা আমাদের জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই।
আমরা বিশ্বাস করি আমাদের ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে আগামী সংসদের প্রত্যেকটি আসনে আমরা জিতে আসার মতো সেই ধরনের যোগ্য প্রার্থীদেরকে মনোয়ন দিতে পারবো। নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয়েছে যে শাপলা দেয়ার ক্ষেত্রে আইনগত কোন সমস্যা থাকা না থাকা এইগুলা তাদের কাছে কোন বিষয় না। শাপলা যে দিবে না এটা তাদের মন মর্জির উপর নির্ভর করে অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে কোন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মন মর্জিত মতো চলা স্বেচ্ছাচারিতা করার যে আচরণ এটা আমরা প্রত্যাশা করিনা এটার আমরা মেনেও নেবো না।
কোন প্রতিষ্ঠান শুধু নির্বাচন কমিশন নয় কোন প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারী বেআইনী এবং বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই তারা কি জনগনের মুখাপেক্ষী নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে যাচ্ছে এমন কোন দলের মুখাপেক্ষী নাকি কোন অস্ত্রের ভয়ে ভীত হয়ে কোন প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী। এই উত্তর তাদেরকে দিতে হবে। শাপলা প্রতীক আমরা যখন চেয়েছিলাম আবেদনের সময় তখনও তারা এটা লিস্টে অন্তর্ভুক্ত করতে পারতো এখনও আমরা আইন মন্ত্রনালয় থেকে শুরু করে আইন সংশ্লিষ্ট বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি চাইলে তারা এখনও করতে পারে।কিন্তু তাদের মন চাইলো দিবো না এই আচরণ আমরা কোনভাবে এনসিপির পক্ষ থেকে মেনে নেবো না।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ জেলা শাখার প্রধান সমন্বয়কারী এড. জাবেদ রাসিনের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। এছাড়াও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।