রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গৌরীপুরে প্রার্থী পরিবর্তনের দাবি শতাধিক জনপ্রতিনিধির শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই আমার লক্ষ্য – মাওলানা বদরুজ্জামান প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তির তাৎপর্য নিয়ে সমাজ সেবার সেমিনার অনুষ্ঠিত আমরা নির্বাচিত হলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নগর গঠন করবো-মাওলানা এমরুল গৌরীপুর প্রবেশদ্বারের প্রধান সড়কের দেড় কিলোমিটার ভাঙা অংশ সংস্কার ধানের শীষের মনোনয়নপত্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ গৌরীপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা ময়মনসিংহে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

জিয়া মঞ্চ ময়মনসিংহ মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে জিয়া মঞ্চ ময়মনসিংহ মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) এই কমিটির অনুমোদন দেওয়া হয়। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটিতে কামরুল হাসান ফারুককে আহ্বায়ক ও রোমান সরকারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- মো. দেলোয়ার হোসেন (স্বপন), প্রকৌশলী মো. আলমগীর কবির, মো. এখলাস উদ্দিন, এস.এম. কাউসার আহমেদ, মোস্তাক আহম্মেদ প্রমুখ।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৪৫ দিনের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন ও কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব রোমন সরকার বলেন, “এই মহান দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি কাজ করে যাবে।”

যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন স্বপন বলেন, “ময়মনসিংহ মহানগরে সংগঠনের প্রতিটি স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করব। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন