বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ – ৩ গৌরীপুর আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান বলেন, বাংলাদেশকে একটি আর্দশ ও উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং সকলে মিলেমিশে কাজ করতে পারি তাহলে আমাদের এই প্রচেষ্টা বৃথা যাবে না ইনশাল্লাহ।
সুতরাং আসন্ন নির্বাচনে আমাদের দেশের মানুষের জন্য একটি কল্যণকর ও উন্নত রাষ্ট্র গঠনে সকলের সার্বিক সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার( ১১ ডিসেম্বর/২৫) ১০ নং সিধলা ইউনিয়নের ৪ ওয়ার্ডে মনাটি বাজার ও মনাটি এলাকায় গণ সংযোগ কালে এসবকথা বলেন।
উক্ত গণসংযোগে আরো অংশ গ্রহণ করেন,উপজেলা দপ্তর, প্রচার ও গৌরীপুর উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আবদুল বারি। ১০ নং সিধলা ইউনিয়ন শাখার সভাপতি জনাব মুসলেম উদ্দিন, ইউনিয়ন শাখার সেক্রেটারি ডাঃ কাজিম উদ্দিন , ১ং মইলাকান্দা ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি জনাব ফরহাদ হোসেন বাবু,৪ নং ওয়ার্ড সভাপতি রানা। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।