ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে আশা’র মতবিনিময়
দারিদ্র্য বিমোচনে ও নারীর ক্ষমতায়নে মানুষের কল্যাণে “আশা” ময়মনসিংহ বিভাগে সাড়ে ৪.৭৬ লাখ পরিবারকে ৪ হাজার ৩৫৮ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিমিয় সভায় এ তথ্য জানান আশার সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সমীরণ চন্দ্র রায়।
- তিনি জানান, চলতি অর্থ বছরে ৭৯ হাজার সদস্যের মাঝে ১৪৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিভিশনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান আকন্দ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবিবা মিরা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার সহকারী পরিচালক এম আনসারুল্ করিম, জেলা ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রমুখ।