ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাব-১৪ এর অভিযানে ৯৬ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ মাদক কারবরি মোঃ রাজা মোল্লা(৩৪) গ্রেফতার হয়েছে।
র্যাবের একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার ঢালী ভবনের বিপরীতে গফরগাঁও টু ভালুকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে মিনি কাভার্ড ভ্যান সহ ড্রাইভারকে আটক করে। র্যাব ১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে তাকে জিজ্ঞাবাদে বেরিয়ে আসে চানচঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদ করার পর কাভার্ড ভ্যানের মধ্যে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে আটককৃত রাজা মোল্লা।
তার দেওয়া তথ্যে মতে মিনি কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৯৬ (ছিয়ানব্বই) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ উদ্ধার বহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় র্যাব। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বর্তমান বাজার মূল্য১৯,২০,০০০/-(উনিশ লক্ষ বিশ হাজার) টাকা।
আটককৃত মাদককারবারি রাজা মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামত সহ ময়মনসিংহের ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।