ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত অসহায় দরিদ্র রোগীরা শীতে কষ্ট পাচ্ছে। তাঁদের শীত লাঘবে ইন্টার্ন ডক্টরস সোসাইটির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে তাঁদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ২ জানুয়ারি ইন্টার্ন ডক্টরস সোসাইটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. রেজোয়ান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ডা. জয়শ্রী রায়,কার্যনির্বাহী সদস্য ডা. রেদুয়ানুল হক উপল এবং অন্যান্য ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
- সংগঠনটির সভাপতি ডা. সাকিব হাসান বেলাল বলেন,”আমাদের সীমিত সামর্থ্যের আলোকে আমরা চেষ্টা করেছি শীতার্তদের পাশে দাঁড়াতে। সমাজের সকল শ্রেণি পেশার মানুষ এগিয়ে এলে শীতার্তদের কষ্ট অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।”