ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় স্থানীয় এলাকাবাসী ও রায়হান রহমান মুন্নার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনি।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জিমি জাহান, সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রদল,সাদ্দাম হাসান বিপ্লব, ইমতিয়াজ আমিন, আহাদ ইসলাম,রাব্বি হাসান, রাজন আহমেদ, ফজলে রাব্বি।
মমিনুল ইসলাম হাদিস, মো. রমজান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা ও মোনাজাত
অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ প্রার্থনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি রায়হান রহমান মুন্নার সঞ্চালনায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুস্তাকিম।