মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ধানের শীষের প্রার্থী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু দিনভর ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
আজ বৃহস্পতিবার উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট-বাজারে তিনি এই নির্বাচনী প্রচারণা চালান।
আজ সকাল থেকেই প্রার্থী জাকির হোসেন বাবলু ও তার সহধর্মিণী আফরোজা সুলতানা খান দুল্লা ও মানকোন ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে যান। এসময় ধানের শীষের এই প্রার্থীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা অনেকটা উৎসবমুখর জনপদে পরিণত হয়।
গণসংযোগকালে জাকির হোসেন বাবলু সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন। এ সময় তিনি
পথসভা ও মতবিনিময়কালে তিনি বলেন, “জনগণ আজ তাদের অধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই।” দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সাধারণ ভোটাররা এ সময় তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।