বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫  জামায়াত কল্যান রাষ্ট্র কায়েম করতে চায় : মাওলানা কামরুল আহসান এমরুল  জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সহায়তা ধোবাউড়ায় বিনামূল্যে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবদুল হক তারুণ্যের দক্ষতা উন্নয়নে এ.আই এর ভূমিকা বিষয়ক সেমিনার এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত ধোবাউড়ায় বিদেশী মদসহ দুই ছাত্রদল নেতা আটক কটিয়াদীতে ধার করা টাকা চাওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীর জীবন গেল যে তরুণেরা শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত, তাদের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না, আতিক

নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্টিয়ারিং কমিটির সভায় সদস্যরা নারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ত্রিশাল উপজেলা স্টিয়ারিং কমিটির নবম সভা আজ শনিবার ত্রিশাল শশী ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় ত্রিশাল উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

আজকের সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অগ্রগতি ও ভবিষ্যৎ করনীয় বিষয়ে পরিকল্পনা গ্রহণসহ জেন্ডার সমতা, সাম্প্রতিক সময়ে নারী ও মেয়েদের উপর সংঘঠিত বিভিন্ন সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।

তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।

স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর পরিচালনায় এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিম, ত্রিশাল থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর কামরুন্নাহার, পোড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংস্কৃতি কর্মী অবিনাশ চন্দ্র দাম, মহিলা পরিষদ নেত্রী ও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদা আক্তার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের সভাপতি তানজুম মোস্তফা অর্না, তৃণমুল নারী নেত্রী মাহমুদা আক্তার ও উপজেলা তথ্য আপা নাজমা খাতুন প্রমুখ।

আজকের সভায় স্কুল পর্যায়ে অভিভাবক ও মা সমাবেশ সহ বিভিন্ন প্রশিক্ষণ ও কিশোরী ক্লাবের সেশান পরিচালনায় বাল্যবিয়ে, যৌন হয়রানি, যৌতুকের কুফল সহ রাস্তাঘাট ও গণ পরিবহণে নারীর জন্য সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ সিদ্ধান্ত নেয়ার কাঠামোয় নারীর অংশগ্রহণ বাড়ানোর উপর বিশদ আলোচনা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নারীদের জন্য যে সকল কর্মসূচি পরিচালিত হচ্ছে তিনি তার বিশদ আলোচনা করেন। তাছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নারীদের সুরক্ষার বিষয়গুলো উপস্থাপন করেন।

সভায় তৃণমুল পর্যায়ে পরিবার থেকে সকল পর্যায়ে গণতান্ত্রিক চর্চা, নারীর জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত, নারী বিদ্বেষী মনোভাব পরিহার সহ নারীদের কাছে বিভিন্ন সেবার তথ্যসমূহ সরবরাহ করার ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়ে সকলে ঐক্যমতে পোষন করেন।

সভা শেষে সকল সদস্য অংশগ্রহণমূলক আলাপ আলোচনার ভিত্তিতে স্টিয়ারিং কমিটির কার্যক্রম স্থায়িত্বশীল করার লক্ষ্যে স্থানীয় সমস্যার আলোকে কর্ম পরিকল্পনা প্রনয়ন সহ নিজনিজ দপ্তর ও প্রতিষ্ঠানের মাধ্যমে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীল ভুমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন