বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরামের অ‌ভি‌ষেক অনু‌ষ্ঠিত ফেসবুকে বেশি দামে সার বিক্রির স্ট্যাটাস, অভিযানে দুই সার পরিবেশককে অর্থদণ্ড ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীকে সংঘবদ্ধ পিটুনি-দোকান ভাঙচুর, টাকা লুটের অভিযোগ ১২০০ শীতার্ত মানুষের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরদের অপপ্রচারে তীব্র নিন্দা কাজ না করে ৭৫ লাখ টাকা আত্মসাৎ, নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি পুলিশের বিশেষ অভিযানে ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসবের আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রথমবাবের মতো ভিনদেশী লিলিয়াম ফুলের চাষ

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহে প্রথমবাবের মতো ভিনদেশী লিলিয়াম ফুলের চাষ

ময়মনসিংহের মুক্তাগাছার আধপাকিয়া গ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে লিমিয়িাম ফুলের চাষ হওয়ায় বেশ আগ্রহ জেগেছে ফুল প্রেমীদের মাঝে। প্রতিদিন ফুলের বাগানটি দেখতে আসছেন দর্শনার্থীরা।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন ফুলের বাগানটি পরিদর্শন করেন।

শীত প্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপী, লাল ও বেগুনী বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। লিলিয়াম ফুলের বর্ণচ্ছটা অনেকটা চিত্রের মতো। দেখতে কোন শিল্পী তার তুলি দিয়ে ফুলের গায়ে মাস্টার স্ট্রোক দিয়েছে। এ জাতের ফুলে ছয়টি পাঁপড়ি থাকে যারা বেশ প্রসারিত হয়।

ফুল চাষি মহর আলী পরীক্ষামূলকভাবে এই জাতের ফুল চাষ করে সফল হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন, ডিভিশনাল ম্যানেজার মো. জহুরুল ইসলাম, আরএম এমদাদুল হক, টিডিএস ম্যানেজার একেএম খাইরুল করিব, ডেপুটি ম্যানেজার এমএস মজিদ, টিএস মো. নায়িমুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন বলেন, মহর আলী একজন সফল উদ্যোক্তা। তিনি পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষ করে সফলতা পেয়েছেন। মহর আলী সহ মুক্তাগাছার আগ্রহী কৃষকদের আমরা সার্বিক সহযোগিতা দেয়ার চেষ্টা করবো।

ফুল চাষি মহর আলী বলেন, বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর লিমিটেডের সহযোগিতায় নেদারল্যান্ডের থেকে নিয়ে আসা বীজ আমার নিজের দুই একর জমিতে পরীক্ষামূলক ভাবে চাষ করি। মাত্র ৩৪ দিনেই হারভেস্টে চলে আসে। এতে আমি খুব খুশি। অল্প সময়ের মধ্যে লাভজনক ফুলের চাষ আগামীতে আরও বেশী পরিমাণে জমিতে লিলিয়াম ফুল চাষ করার ইচ্ছা আছে।

ডিভিশনাল ম্যানেজার মো. জহুরুল ইসলাম বলেন, লিলিয়াম ফুল বর্ণ-বৈচিত্র্য ও সুগন্ধের কারণে বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে। আমরা জানি আমাদের দেশে দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে কিন্তু বাস্তবতা  হচ্ছে আমাদের চাহিদা বাড়ছে। তাই আমাদের মনের খোরাক মেটানোর উদ্দেশ্যে লাল তীর লিমিটেড অতি অল্প সময়ের মধ্যে এ ফুল উৎপাদন ও লাভজনক শিল্পটি নিয়ে এসেছেন। আমরা বাণিজ্যিকভাবে এ ফুল চাষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

বাগান দেখতে ফুল প্রেমী আব্দুল মতিন বলেন, আমি এর আগে এমন ফুল কোথাও দেখিনি। আমি খুবই আনন্দিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি এই ফুল চাষে যেন কৃষকদের সার্বিক সহযোগিতা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন