কটিয়াদীতে নাইট টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া এলাকার যুবসমাজের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রী নাইট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সুবহান গোলাপ মিলিটারি,উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক, সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্কর, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক লিয়াকত আলী সেলিম আহমেদ,৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল রাব্বিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই সমাজে যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে এই সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আগামী দিনে যুবসমাজকে শক্ত হাতে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সমাজের প্রতিটা অভিভাবক যদি তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখে তাহলে এই সমাজ থেকে মাদকের বিষাক্ত ছোবল হতে এদেশের যুব সমাজ রক্ষা পাবে, তাই আসুন সবাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান।