বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে ১১ ব্যাগ ব্লাডসহ ১ (এক) বেসরকারি কর্মচারী আটক ময়মনসিংহে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃওি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান কটিয়াদীতে নাইট টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠিত  রোটারেক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কটিয়াদীতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত নান্দাইলে ৪ হাজার এসএসসি শিক্ষার্থীকে ইউএনও’র খোলা চিঠি ঈশ্বরগঞ্জে ৫৫০০ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিচ্ছে বিএনপি ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং, জেল-জরিমানা

ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশীদের

ছুরিকাঘাতে মো. শাহজাহান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (১১ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসে শাহজাহান।পরে গতকাল বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেয় প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়া। এরপর তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেটা হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তার অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যায়।
পরে বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ তাঁদের ছেলেরা মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটককরে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন