শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যের মানবিক উদ্যোগ: বাবার কষ্ট দেখে অসহায়দের কষ্ট দূর করতে হুইল চেয়ার বিতরণ দরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবায় সূর্যেরহাসি-র ‘ফ্রি হেলথ ক্যাম্প’ চাচা শ্বশুরের হাতে গৃহবধু খুন, পুকুরে ঝাপ দিয়ে প্রাণ রক্ষা স্বামীর কৃষক হত্যা মামলায় নারীসহ ৩ আসামির যাবজ্জীবন ময়মনসিংহে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু বাসে উঠতে হিজড়াদের ধাক্কাধাক্কি, পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট বৃদ্ধ ঈশ্বরগঞ্জকে আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান রাসেল আমি জনতার চেয়ারম্যান,জনগণের খাদেম হয়েই কাজ করব: প্রদীপ গ্রামে ঢুকে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ২ জনকে কুপিয়ে হাসপাতালে ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি: সভাপতি মনিরুল, সম্পাদক আনোয়ার

ঈশ্বরগঞ্জে সেই চেয়ারম্যানের বিচার চেয়ে ১২০ মেম্বারের বিক্ষোভ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ইউপি সদস্যকে মারধর করে আলোচিত চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে ১২০ ইউপি সদস্য বিক্ষোভ করেছেন। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা পরিষদ ডাক বাংলো থেকে মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। মিছিলে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে বিচার চান ইউপি সদস্যরা।

গত বুধবার বিকেলে উপজেলাটির উচাখিলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন উচাখিলা স্কুলের সামনে হামলার শিকার হন ইউনিয়নটির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বাশার। অন্তত ১০ থেকে ১৫ জনের একটি দল লোহার পাইপ, লাঠিসহ আক্রমণ করে ইউপি সদস্যের উপর।

এর আগে গত ২ ফেব্রুয়ারি উচাখিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রোকসানা আক্তারকে মারধরের অভিযোগ উঠে চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে। উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম নিজের রুমে সেদিন বৈঠকে বসেন। সেখানে মতবিরোধকে কেন্দ্র করে নারী ইউপি সদস্য রোকসানাকে চুলের মুঠি ধরে টানা হেঁছড়া করে এলোপাথারী কিল-ঘুষি ও লাথি সহ তার পায়ের সেন্ডেল দিয়ে জুতাপেটা করে। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি চেয়ারম্যানকে আসামী করে মামলা হলে তিনি জামিন নেন। নারী ইউপি সদস্যের পক্ষ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলায় ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বাশারকে শায়েস্তা করতে বুধবার হামলা করা হয় বলে অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে।

যদিও চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম সব ধরণের অভিযোগ অস্বীকার করছেন। তাঁর দাবি, সব ষড়যন্ত্র।

ইউপি সদস্যদের মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলাটির ১১ টি ইউনিয়ন ও পৌরসভার নারী ও পুরুষ সদস্যরা জড়ো হন। ১২০ জন সদস্য বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বৈঠক করে ইউপি সদ্যসদের নির্যাতনের বিচারের প্রশ্নে একাট্টা হন। সভায় আগামী রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠক শেষে মেম্বার ও কাউন্সিলররা ইউপি সদস্য আবুল বাশারের উপর হামলায় চেয়ারম্যানকে দায়ী করে শ্লোগান দিয়ে থানায় যান। সেখানে গিয়ে লিখিত অভিযোগ করা হয়।

নির্যাতিত ইউপি সদস্য আবুল বাশারের পক্ষে ইউপি সদস্যসের প্রতিনিধিদল থানার ওসির হাতে অভিযোগ তুলে দেন। অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উচাখিলা ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা বলেন, ইউপি সদস্যদের উপর নির্যাতনের বিচার চেয়ে আগামী রোববার সকল ইউনিয়ন পরিষদের সদস্যরা বিক্ষোভের সিদ্ধান্ত হয়েছে। দ্রুত উপযুক্ত বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উচাখিলা বাজারে মেম্বার আবুল বাশারের ওপর অতর্কিত হামলা ও মারধরের প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ করা কয়। উচাখিলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে উচাখিলা বাজারে ওই গণমিছিল করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, থানায় লিখিত অভিযো পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন