বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে স্বামীকে হত্যায় পরকিয়া প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ’শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদী পৌর জামায়াতের কর্মী কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক থানা শাখার আমীরগণের শপথ অনুষ্ঠান ময়মনসিংহ মহানগর জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত ফিলিং স্টেশনে অগ্নিকান্ড, হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা ইন্ট্রাকো এলপিজি’র কটিয়াদির জালালপুর ইউনিয়ন জামায়াতের দাওয়াতী জনসভা অনুষ্ঠিত আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে চাচ্ছেন যেটা কখনোই সম্ভব নয়- প্রিন্স ‘হোন্ডা মোবাইল টিমে’ তৎপর পুলিশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে জনতার ঢল

ঈশ্বরগঞ্জে আউশের ভালো ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি মৌসুমে আউশ ধানের ভালো ফলন হয়েছে। কোথাও চাষিরা ধান কাটতে শুরু করেছে, আবার কোথাও শিগগিরই কাটা শুরু করবে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকের পরিবারগুলোতেও দেখা যাচ্ছে খুশির ঝলক।

ধান চাষিরা বলছেন, আউশ ধান চাষে খরচ কম। সরকারি কিছু সহায়তা পাওয়া গেছে। বাজারে ধানের দাম ভালো। এ কারণে তারা এবার আউশ ধান চাষে ঝুঁকেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত আউশ মৌসুমে উজেলায় ২৪০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছিল। এবার চাষ হয়েছে ৩২০ হেক্টর জমিতে। গত মৌসুমের চেয়ে এবার ৮০ হেক্টর বেশি জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। এবার আউশে ব্রিধান-৪৮,৮৫, ৯৮ এবং বিনাধান-১৯ জাতের ধানের চাষ হয়েছে।

কৃষি অফিস বলছে, এবার উপজেলার ৫০০ জন কৃষককে আউশ চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজধান, ১০ কেজি করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) এবং ১০ কেজি করে এমওপি (মিউরেট অব পটাশ) সার পেয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, কোথাও কোথাও ধানগাছ থেকে শীষ বের হচ্ছে। আবার কোথাও ধান পাকতে শুরু করেছে। কোথাও আবার আউশ চাষিরা ধান কাটা, ধানের আঁটি বাঁধা এবং ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত।

উপজেলার বড়হিত ইউনিয়নের বড়হিত গ্রামের কৃষক আমিনুল(৪০) বলেন, এবারেই প্রথম আমার ৭০ শতাংশ পতিত জমিতে আউশ ধান চাষ করেছি। ফলনও খুব ভালো হয়েছে। এসময়ে খড়ের চাহিদা থাকায় ধান ক্ষেতে থাকতেই লোকজন খড়ের জন্য যোগাযোগ করছে। বাজারে ধানের দামও বেশ ভালো। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় আউশধান চাষ করেছি। তিনি আরও জানান, তার জমির ধান ৪-৫ দিনের মধ্যে কাটবেন। তারা আশা করছেন প্রতি কাঠায় ৪-৬ মণ ধান পাবেন।

একই ইউনিয়নের পাড়া পাঁচাশি গ্রামের শফিকুল ইসলাম(৫০)বলেন, কৃষি অফিসের পরামর্শে ৫০ শতাংশ জমিতে আউশ ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছি। ধান,বন(খড়) ও ধানের দামও ভালো।
তিনি বলেন, আউশ ধানের খরচ বোরো ধানের অর্ধেক। এবার আবহাওয়া খুব ভালো ছিল। কৃষি অফিস থেকে কিছু সহায়তাও পেয়েছি। ধানের এবার ভালো ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, এবছর আউশধানের ফলন ভালো হয়েছে। যাঁরা আউশধান চাষ করেছে ফলন ভালো হওয়ায় অন্য কৃষকরাও আউশধান চাষে উৎসাহী হচ্ছে। ধানের দাম ভালো। তা ছাড়া, আউশ ধান চাষে খরচ কম। উপজেলায় এবার ৩২০ হেক্টর বেশি জমিতে আউশ ধানের চাষ হয়েছে। উপজেলার আউশ চাষিরা কৃষি বিভাগের পরামর্শে সঠিক সময়ে আউশ ধান রোপণ ও বপনের কাজ করেছে। যে কারণে খুব ফলন ভালো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন