বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ধার করা টাকা চাওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীর জীবন গেল যে তরুণেরা শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত, তাদের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না, আতিক ময়মনসিংহে ভূয়া ভিসা ও ভূয়া বিমানের টিকেট করে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব এ.টি.এম আজহারের বেকসুর খালাসে ময়মনসিংহ মহানগর জামায়াতের শুকরানা নামাজ ও দোয়া মাহফিল ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন-সিজন ২২ উপলক্ষ্যে আবদুল্লাহ এন্টারপ্রাইজ এর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন ত্রিশালে স্টিয়ারিং কমিটির কার্যক্রম স্থায়ীত্বশীল করার উপর গুরুত্বারোপ অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যুকে আটক করেছে কচাকাটা থানার পুলিশ কটিয়াদীর মসূয়াতে অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের বাড়িতে ঐতিহ্যবাহী মেলা ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

দর্শক প্রিয় হচ্ছে মকিবুল হাসানের ‘ভালোবাসার মানে’

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯৪৪ বার পড়া হয়েছে

দর্শক প্রিয় হচ্ছে মকিবুল হাসানের নতুন গান ‘ভালোবাসার মানে’। রিলিজের পর থেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে বেশ প্রশংসা কুড়িয়েছে গানটি। কেউ কেউ আবার নিজ টাইমলাইনে পোস্ট ধন্যবাদ জানাচ্ছেন গায়ক মকিবুল হাসানকে।

মকিবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ০৮ নং রাজিবপুর ইউনিয়নের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী।জনপ্রিয় ইউটিউব প্রযোজনা প্রতিষ্ঠান “শামীম অফিসিয়াল” ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে “ভালোবাসার মানে” শিরোনামে এই নতুন গান।গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মকিবুল হাসান।

ভালোবাসার মানে গানটি লিখেছেন এফ এইচ নাহিয়ান এবং গানটিতে কণ্ঠ ও সুর করেছেন মকিবুল হাসান নিজেই। গানটিতে মিউজিক দিয়েছেন বর্তমান সময়ের সাঁড়া জাগানো সংগীত পরিচালক জে এল নাঈম।গানটিতে ধারণ করা হয়েছে চমৎকার ভিডিও।

এ প্রসঙ্গে সংগীত পরিচালক জে এল নাঈম বলেন, মকিবুল হাসান আগামীর ভবিষ্যত।এই গানটি সে অনেক ভালো গেয়েছে। ইতিমধ্যে গানটি অনেকের মন জয় করেছে। আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।

এ বিষয়ে কন্ঠ শিল্পী মকিবুল হাসান বলেন, গান আমার নেশা। ছোটবেলা থেকেই আমার অস্তিত্বে জড়িয়ে আছে সঙ্গীতাঙ্গন। কিন্তু বাবা হলেন পেশায় কৃষক।ছোটবেলা থেকেই বাবাকে কৃষি কাজে সাহায্য করি।কাজের ফাঁকে গুনগুন গান করতাম।আমার গান শুনে অনেকে বলতো খুব সুন্দর গান গাইতে পারো।পাশাপাশি গান লিখে নিজের ডাইরিতে রেখে দিতাম।লেখার মাঝে কিছু ভুল থাকার কারণে বন্ধুদের কাছ থেকে গানটা আমি লিখে নিতাম, তবুও হাল ছাড়ি নাই মনে একটা বিশ্বাস ছিল একদিন শিল্পী হব।হাতে এখন কিছু সুযোগ পেয়েছি এইজন্য গানে জগতে ফিরে আসা।

পরিশেষে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে।বর্তমান প্রজন্মের জন্য গান’টি গেয়েছি এবং ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি।সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে চাই।আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন